চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার মোট লেনদেনের পরিমাণ ১২.৭৪ কোটি টাকা। মোট ৫,২৭৫টি লেনদেনের মাধ্যমে ৭২.৬৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৫০.৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৩,৯২১.১৮ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১.৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০০৭.৬০-তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ২.৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯০৮.৩৫-তে।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৩২১,৬৪২.৬৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৭৫,৩২২.৯০ কোটি টাকায়। সিএসইতে ৩৩৫ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৪০টির। এর মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ৮০টির। অপরিবর্তিত রয়েছে ৫৪টির। প্রেস বিজ্ঞপ্তি।