সিএসইতে লেনদেন ১২.৭৩ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ১২.৭৩ কোটি টাকা। ১,৬৪৪ টি লেনদেনের মাধ্যমে মোট ২০.৭৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১১.৫৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,০৩৫.০৬ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ০.৩৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৪১.৯০ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ২.০৯ পয়েন্ট কমেছে, যা হলো ৯৫৬.০২ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক আজ অপরিবর্তিত ছিল, যা হলো ১, ৯০২.৪৫ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭১৯,৫৪৩.১১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৫,৩১৪.১০ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ৭৯ টির, দাম কমেছে ৮০টি আর অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

পূর্ববর্তী নিবন্ধপ্রজন্মের জন্য অভিনেতা প্রবীর মিত্রের নামে ওয়েবসাইট
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুকধারীর হামলায় নিহত ৪