চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল মোট লেনদেন ১২.৭২ কোটি টাকা। মোট ৫,১৭১টি লেনদেনের মাধ্যমে মোট ৩৯.৭০ লাখ শেয়ার হাতবদল হয়েছে।
প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১১০.১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯,১২১.৮০ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ০.২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩৮০.১৭-তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ৯.৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৩৭.০০ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স সূচক ৫৪.০০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২,৫৭৬.০৭ পয়েন্ট।
গতকার দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫৫,৫০১.১০ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪০৭,৯৮৮.৯৩ কোটি টাকায়। সিএসইতে ৬২৯ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৩২টির। এর মধ্যে দাম বেড়েছে ৯৯টির, কমেছে ২৮টির আর অপরিবর্তিত রয়েছে ১০৫টির।
প্রসঙ্গত, ১০ অক্টোবর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে প্রথমবারের মতো সরকারি বন্ড লেনদেনের মধ্যে দিয়ে ইতিহাস সৃষ্টি হয়েছে।