সিএসইতে লেনদেন ১২.৬৬ কোটি টাকা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৯ জানুয়ারি, ২০২৬ at ৫:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয় ১২.৬৬ কোটি টাকা। ৮২৩টি লেনদেনের মাধ্যমে মোট ১৮.৪৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৮.৬৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৩,৯৯৪.৩২ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৩.৯৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৮১.৮০ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ০.৪৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৬০.৪৬ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ৫৩.২৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৭৯৫.৭৭ পয়েন্ট। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমান হলো ৬৯১,৩৪৭.২৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৯,৯৫৬.২২ কোটি টাকা। সিএসইতে ৬৩১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৬৪টির, এর মধ্যে দাম বেড়েছে ৫৭টির, দাম কমেছে ৭৯টি আর অপরিবর্তিত রয়েছে ২৮টির।

পূর্ববর্তী নিবন্ধ‘রয়্যাল লুক’-এ ব্যাচেলররা, গল্পের মোড় ঘুরিয়ে দিবে স্পর্শিয়া
পরবর্তী নিবন্ধকলকাতায় মমতার পরামর্শদাতা সংস্থার কার্যালয়ে অভিযান, কাগজপত্র জব্দ