সিএসইতে লেনদেন ১২.৫১ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ৩ ডিসেম্বর, ২০২৫ at ৫:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয় ১২.৫১ কোটি টাকা। ১,৩৩৩ টি লেনদেনের মাধ্যমে মোট ২০.১২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১.৯২ পয়েন্ট কমেছে, যা হলো ১৩,৮৫০.৮০ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১.৪৩ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৬৫.৮৬ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৩.৬০ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৭৫.৪৩ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৬২৯.৮৫ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯২,৭৫৪.৭৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৬,১৮২.৭২ কোটি টাকা। সিএসইতে ৬৩৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৬৩ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৭ টির, দাম কমেছে ৫৮টি আর অপরিবর্তিত রয়েছে ১৮টির।

পূর্ববর্তী নিবন্ধএকই দিনে দুই ভাষায় আসবে ‘এই অবেলায় ২’
পরবর্তী নিবন্ধইউক্রেনের পাশে ইউরোপীয়রা, ট্রাম্পের দূত যাচ্ছেন মস্কো