সিএসইতে লেনদেন ১২.৫১ কোটি টাকা

| শুক্রবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১২.৫১ কোটি টাকা। মোট ১,৯২২ টি লেনদেনের মাধ্যমে মোট ২৬.০৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৭৮.১৯ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,৩৩৭.৭৭ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৫.৬৭ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৬১.৮১ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ০.৮৭ পয়েন্ট কমেছে, যা হলো ৯৭১.০৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ১০.৮৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৮৭৮.৬৩ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ হলো ৭২৬,২৮১.৭৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৫,২৭২.১০ কোটি টাকা। সিএসই’তে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ৪৮ টির, দাম কমেছে ১২৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৩২ টির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্পের সফর শেষে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য
পরবর্তী নিবন্ধট্রাম্প বিশ্বের সম্রাট নন, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই