সিএসইতে লেনদেন ১২.৪৬ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ২২ ডিসেম্বর, ২০২৫ at ১০:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয় ১২.৪৬ কোটি টাকা। ৭২৮টি লেনদেনের মাধ্যমে মোট ১০.০০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬৩.২১ পয়েন্ট কমেছে, যা হলো ১৩,৫৬১.১৪ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৪.৭২ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৪১.৫৯ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৪.৭৮ পয়েন্ট কমেছে, যা হলো ৮৫৩.৩৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৬২৭.১৫ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৮৩,৬৪৭.৪১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭১,২২৮.৬৬ কোটি টাকা। সিএসইতে ৬৩২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৫৩ টির, এর মধ্যে দাম বেড়েছে ৪৫ টির, দাম কমেছে ৯৪টি আর অপরিবর্তিত রয়েছে ১৪টির।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় প্রত্যয় সাংস্কৃতিক একাডেমির আবৃত্তি
পরবর্তী নিবন্ধভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বিপর্যয়কর হতে পারে : লুলা