সিএসইতে লেনদেন ১২.৪০ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ১৫ ডিসেম্বর, ২০২৫ at ১১:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয় ১২.৪০ কোটি টাকা। ১,১৫৩ টি লেনদেনের মাধ্যমে মোট ২৪.৯৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৫.১৮ পয়েন্ট কমেছে, যা হলো ১৩,৮৪৬.৫১ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৫.০৪ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৬০.১০ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৪.৮৮ পয়েন্ট কমেছে, যা হলো ৮৭০.৯৫ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৬২৭.১৫ পয়েন্ট। দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯১,১১২.৪৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৭,১৮৫.৭৩ কোটি টাকা। সিএসইতে ৬৩৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৭৩ টির, এর মধ্যে দাম বেড়েছে ৭৪ টির, দাম কমেছে ৮০টি আর অপরিবর্তিত রয়েছে ১৯টির।

পূর্ববর্তী নিবন্ধরক্তকরবীর গীতিআলেখ্য ‘ও আলোর পথযাত্রী’
পরবর্তী নিবন্ধসিরিয়ায় হামলায় ২ মার্কিন সেনাসহ নিহত ৩