চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রবিবার মোট লেনদেন হয়েছে ১২.৩৫ কোটি টাকা। ৭,৭৪০ টি লেনদেনের মাধ্যমে মোট ৪৫.৬০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৭৯.১০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৭,৯৭৬.৬৬ পয়েন্টে।
সিএসই-৫০ সূচক ২৭.৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩২০.৮২ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সর ২৪.৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,১৩২.৫৮ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স সূচক ৯৫.৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৭৩৩.১৭ পয়েন্ট।
গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩৩,৮৯৭.৭৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ১০২,৪৩২.৪৫ কোটি টাকায়। সিএসইতে ৩৮২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৮৩ টির, এর মধ্যে দাম বেড়েছে ২৬৭ টির, কমেছে ৪ টির আর অপরিবর্তিত রয়েছে ১২ টির। প্রেস বিজ্ঞপ্তি।