সিএসইতে লেনদেন ১২.৩৩ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২০ জানুয়ারি, ২০২৬ at ১২:০১ অপরাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয় ১২.৩৩ কোটি টাকা। ১,২৮৩ টি লেনদেনের মাধ্যমে মোট ২৩.৮৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১১১.৬৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,১৯৮.৮৪ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৬.৬৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১০০.২৫ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৬.৪১ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮,৬৮.২৫ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৮০১.৯৪ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯৬,৭২৫.৬১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৯,৯৪২.০২ কোটি টাকা। সিএসইতে ৬৩১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮০ টির, এর মধ্যে দাম বেড়েছে ১১৮ টির, দাম কমেছে ৩৬টি আর অপরিবর্তিত রয়েছে ২৬টির।

পূর্ববর্তী নিবন্ধফুলকির নৃত্যাঞ্জলি প্রকল্পের পরিবেশনায় নৃত্য আয়োজন
পরবর্তী নিবন্ধচীনে জন্মহারে রেকর্ড ধস, কমছে জনসংখ্যা