সিএসইতে লেনদেন ১২.২৯ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ২২ মার্চ, ২০২৩ at ৫:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ১২.২৯ কোটি টাকা। ৫,২৬৪ টি লেনদেনের মাধ্যমে মোট ২৭.৭৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৫৭.৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮,৩৮২.৪২ পয়েন্টে। সিএসই৫০ মূল্যসূচক ২.০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩২৪.৩৭ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৩.৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,১৫৯.৫৫ পয়েন্টেভ সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক আজ অপরিবর্তিত ছিল যা হলো ১,৫৭৮.৬৮ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪৮,৯০৫.৪৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১২,১৮৪.৭০ কোটি টাকায়। সিএসইতে ৬২৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৫৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫০ টির, কমেছে ১২ টির আর অপরিবর্তিত রয়েছে ৯৫ টির।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাহ
পরবর্তী নিবন্ধফিলিস্তিনি বলে কিছু নেই : ইসরায়েলি মন্ত্রী