চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ১২.২৮ কোটি টাকা। মোট ১,১৮৩টি লেনদেনের মাধ্যমে মোট ১২.২৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৩.৫২ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,২৮৯.৩৭ পয়েন্ট। সিএসই–৫০ মূল্যসূচক ১.১৯ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৯৩.৬৮ পয়েন্ট। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ০.৪৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৯৭.৬৪ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,০০১.৬৫ পয়েন্ট।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭০০,৩৮৩.৮৪ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭১,১৮৬.৭৩ কোটি টাকা। সিএসইতে ৬৩৮ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮৩টির। এর মধ্যে দাম বেড়েছে ৭২টির, দাম কমেছে ৯৩টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টির।








