সিএসইতে লেনদেন ১২.২৩ কোটি টাকা

| বুধবার , ২২ অক্টোবর, ২০২৫ at ১০:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ১২.২৩ কোটি টাকা। মোট ১,৭০৩ টি লেনদেনের মাধ্যমে মোট ১৬.৬৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২০.০৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৩০২.৮৯ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৩.৫১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৯৪.৮৮ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সর মূল্যসূচক ০.৮৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৯৭.১৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,০০১.৬৫ পয়েন্ট। দিনশেষে সিএসই’র বাজার মূলধনের পরিমাণ হলো ৭০০,৩৮৫.৯৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭১,১৮৬.৭৩ কোটি টাকা। সিএসই’তে ৬৩৮ স্ক্রিপ্টের মধ্যে লেনদেন হয়েছে ২০৫ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৪ টির, দাম কমেছে ৯২ টির আর অপরিবর্তিত রয়েছে ২৯ টির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচার দিন আগেই জন্মদিন পালন করলেন পরীমণি
পরবর্তী নিবন্ধট্রাম্পের জন্য ভেঙে ফেলা হচ্ছে হোয়াইট হাউজের কিছু অংশ