চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয় ১১.৯৯ কোটি টাকা। ৭৯৯ টি লেনদেনের মাধ্যমে মোট ১৫.৫০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৫.৩৪ পয়েন্ট কমেছে, যা হলো ১৩,৬১৭.১০ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ২.৬২ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৪৬.২৮ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ১.৯০ পয়েন্ট কমেছে, যা হলো ৮৫৩.৫৫ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ১০.৪০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৬৪৭.২৭ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৮৪,৬৯৪.৯২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭১,২২৮.৬৫ কোটি টাকা। সিএসইতে ৬৩২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৪৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ৪৫ টির, দাম কমেছে ৭৩টি আর অপরিবর্তিত রয়েছে ২৯টির।








