চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার ১১.৯২ কোটি টাকা লেনদেন হয়েছে। মোট ২,২৪১টি লেনদেনের মাধ্যমে মোট ৪১.০৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬৭.৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮,৪৩৫.৯৮ পয়েন্টে। সিএসই–৫০ মূল্যসূচক ৩.৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,২৯৯.৪২–তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ১.৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৬১.৩৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,২২৬.৯১ পয়েন্ট। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৬৩,০৪৭.২৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪২৫,৫২৫.৫৮ কোটি টাকা। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৫৯টির। এর মধ্যে দাম বেড়েছে ১১টির, কমেছে ৭৫টির আর অপরিবর্তিত রয়েছে ৭৩টির।