চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছ ১১.৮৮ কোটি টাকা। ২,৫০৯ টি লেনদেনের মাধ্যমে মোট ৪১.৮৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩.৬৫ পয়েন্ট কমেছে, যা হলো ১৩,৮৬০.৭২ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ০.৯১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৭০.২১ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ২.২৩ পয়েন্ট কমেছে, যা হলো ৮৯৫.১১ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত, যা হলো ১,৯৮৩.৬১ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৮৬,৯৪১.৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৫,৪০৯.১৬ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২২২ টির, এর মধ্যে দাম বেড়েছে ৯১ টির, দাম কমেছে ১০১ টির আর অপরিবর্তিত রয়েছে ৩০ টির।