চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ১১.৮৮ কোটি টাকা। ৪,৯৮৬ টি লেনদেনের মাধ্যমে মোট ৫৩.৪৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৯.০১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮,৭০৫.৪০ পয়েন্টে। সিএসই–৫০ মূল্যসূচক ০.৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩১৪.৭৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ২.১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৭৪.৫৮ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ৫.৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৮৮৭.৭৭ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫৮,৪৯৪.১২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১৭,০৭৮.৫৯ কোটি টাকায়। সিএসইতে ৬৩১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ৪২ টির, কমেছে ৯৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৭০ টির।