সিএসইতে লেনদেন ১১.৮৪ কোটি টাকা

| বুধবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ১১.৮৪ কোটি টাকা। মোট ১,৯৪৩ টি লেনদেনের মাধ্যমে মোট ৭৪.৯৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬৬.৭৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,৪৩৪.১৩ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৬.১৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৭০.৯৮ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ২.৩৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৭৪.৮৩ পয়েন্টে। সিএসই এসমেঙ ইনডেঙের মূল্যসূচক ১৮.১৮ পয়েন্ট বেড়েছে, যা হলো বেড়েছে ১,৮৬৭.৮০ পয়েন্ট। দিনশেষে সিএসই’র বাজার মূলধনের পরিমাণ হলো ৭২৮,৩৪৯.০৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৫,৩৭২.১০ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯১ টির, এর মধ্যে দাম বেড়েছে ৯২ টির, দাম কমেছে ৬৭ টি আর অপরিবর্তিত রয়েছে ৩২ টির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচোখের সামনে ভেসে গেলেন ১০ শ্রমিক
পরবর্তী নিবন্ধআপনি কি রোবট? গুগল সার্চ এই প্রশ্নটি কেন করে?