সিএসইতে লেনদেন ১১.৭৮ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ১ আগস্ট, ২০২৫ at ১১:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছ ১১.৭৮ কোটি টাকা। ৩,২৯৪টি লেনদেনের মাধ্যমে মোট ৪২.৭৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৮১.৭১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,২০২.৩৮ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৩০.১১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৮৬.০১তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১১.৭৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৪৮.১৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৯৫৯.৪৩ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭২৬,০২৩.৭৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৮,২৯৯.৬১ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২২৯টির, এর মধ্যে দাম বেড়েছে ১০৭টির, দাম কমেছে ৮৭টি আর অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

পূর্ববর্তী নিবন্ধদেখা যাবে ১৬ বছর আগের ‘ইত্যাদি’
পরবর্তী নিবন্ধগাজা যুদ্ধ শুরু হওয়ার পর আত্মহত্যা করেছেন অর্ধশত ইসরায়েলি সেনা