সিএসইতে লেনদেন ১১.৪৭ কোটি টাকা

| সোমবার , ২৭ অক্টোবর, ২০২৫ at ১১:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল লেনদেন হয় ১১.৪৭ কোটি টাকা। মোট ১,১৩৩ টি লেনদেনের মাধ্যমে মোট ১৬.৭২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৪.১২ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৩৮৯.২৬ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১.৬৬ পয়েন্ট কমেছে, যা হলো ১,১০৩.২১ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৩.৫৫ পয়েন্ট কমেছে, যা হলো ৯০৪.২৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ১৪.৭০ পয়েন্ট কমেছে, যা হলো ১,৯৮৬.৯৫ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ হলো ৭০২,৯৭১.৯১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭১,১৮৬.৭৩ কোটি টাকা। সিএসই’তে ৬৩৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ৭৫ টির, দাম কমেছে ৯২টি আর অপরিবর্তিত রয়েছে ২১টির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসপ্তাহে ৫ দিন থেরাপি নিতে হচ্ছে ইলিয়াস কাঞ্চনকে
পরবর্তী নিবন্ধপারমাণবিক শক্তিচালিত নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া