সিএসইতে লেনদেন ১১.২০ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ২০ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল লেনদেন হয়েছে ১১.২০ কোটি টাকা। ৩,৬০৮ টি লেনদেনের মাধ্যমে মোট ২২.৯১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৬.৪০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৮,৬৬৩.৩৯ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১.৫১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৩০৬.৬৬ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ০.৪৯ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৬৮.৪০ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ৫.৯৯ পয়েন্ট কমেছে, যা হলো ২,০৭৯.০৬ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৬৭,২৫৩.১১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪২৫,৩৭৭.২৯ কোটি টাকা। সিএসইতে ৬২৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৫৯ টির, এর মধ্যে দাম বেড়েছে ৪৩ টির, কমেছে ৫৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৬১ টির।

পূর্ববর্তী নিবন্ধবললেন আমি নারীবিদ্বেষী নই আমার মাও একজন নারী
পরবর্তী নিবন্ধবয়স নিয়ে আলোচনা সত্ত্বেও আবারো নির্বাচন করবেন বাইডেন