চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ১১.১৭ কোটি টাকা। ৩,৪৫০ টি লেনদেনের মাধ্যমে মোট ৪৩.৫৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২.০৬ পয়েন্ট কমেছে, যা হলো ১৬,১৮৬.৮০ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৫.৩৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,২০৬.৯৬ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৫.৭১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৪৬.০৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ৩৮.২১ পয়েন্ট কমেছে, যা হলো ২,৪৯০.৭৭ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭২৮,৫৬৫.৬৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৪৫,৭৪৫.৭১ কোটি টাকা। সিএসইতে ৬৪১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৩০ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬৮ টির, দাম কমেছে ১৩৬ টির আর অপরিবর্তিত রয়েছে ২৬ টির।