চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয় ১১.১৩ কোটি টাকা। ১,৩১৫ টি লেনদেনের মাধ্যমে মোট ৯৫.৫৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৫৭.৯৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৩,৫২৬.৪৭ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৯.৮৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৫৪.৮৬ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৯.১৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৫৪.৫৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল ৬.৬৫ কমেছে, যা হলো ১,৫২৯.২৮ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৮৪,৪৯৬.৩৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৩,৬৭৩.৯০ কোটি টাকা। সিএসইতে ৬৩৭ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৭০ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৪০ টির, দাম কমেছে ১৬টি আর অপরিবর্তিত রয়েছে ১৪টির।







