চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার মোট লেনদেন হয়েছে ১১.১১ কোটি টাকা। ৪,০২৯টি লেনদেনের মাধ্যমে মোট ৩৬.৭৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২০৪.০৪ পয়েন্ট কমে দাঁড়ায় ১৭,৫৯৭.৫৬ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১৫.২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,২৯৩.২৭তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সর ১৩.৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১০৮.১২ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স সূচক ৯২.৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৬৩৭.৫৯ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাড়িয়েছে ৪২৪,৪৪২.৩৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ১০২,৪৩২.৪৫ কোটি টাকায়। সিএসইতে ৩৮২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৭১টির, এর মধ্যে দাম বেড়েছে ১৭টির, কমেছে ২৪০টির আর অপরিবর্তিত রয়েছে ১৪ টির।