চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গত সোমবার লেনদেন হয়েছে ১১.০৩ কোটি টাকা। ২,৭৪২ টি লেনদেনের মাধ্যমে মোট ২১.২০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৪.৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮,৪৪১.১৮ পয়েন্টে। সিএসই–৫০ মূল্যসূচক ০.১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩১৫.৬৪ তে।
এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ২.৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,১৫৮.৫৩ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক আজ অপরিবর্তিত ছিল যা হলো ১৭,১৮.৭৩ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫০,০৫৮.১৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১১,৬৪৬.৫৩ কোটি টাকায়। সিএসইতে ৬২৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৬৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫৬ টির, কমেছে ২৮ টির আর অপরিবর্তিত রয়েছে ৮৪ টির।