সিএসইতে লেনদেন ১১৬.৮৭ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ১৪ জুন, ২০২৪ at ৮:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১১৬.৮৭ কোটি টাকা। ২,২৫৮ টি লেনদেনের মাধ্যমে মোট ২৬.৬১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬.৪৭ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৫৪৭.২৪ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৩.৪৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৪৯.৪৬ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৩.৩১ পয়েন্ট কমেছে, যা হলো ৯৪৬.৩৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ৪.৪২ পয়েন্ট কমেছে যা হলো ৩,১৩৮.৪৯ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৬৬,০৪৬.৯৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৪০,৯০৬.৪৬ কোটি টাকা। সিএসইতে ৬৪৩ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ৭২ টির, কমেছে ৮৭ টির আর অপরিবর্তিত রয়েছে ২৭ টির।

পূর্ববর্তী নিবন্ধতৌসিফ-নীহাকে নিয়ে সৌখিনের ঈদ চমক
পরবর্তী নিবন্ধকুয়েতে শ্রমিক ভবনে অগ্নিকাণ্ড, নিহতদের ৪০ জনই ভারতীয়