সিএসইতে লেনদেন ১০.৯৮ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ২৪ জুন, ২০২৪ at ১০:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ১০.৯৮ কোটি টাকা। ২,৩৭১ টি লেনদেনের মাধ্যমে মোট ২২.৪০ লাখ শেয়ার হাতবদল হয়েছ্‌ পে্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৪.৮৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৮২১.৭১ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১.৯৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৭০.২৯ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১.৪৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৬২.০৬ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ১১.৭৯ পয়েন্ট কমেছে যা হলো ৩,০০৮.৮১ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৭৫,৫০৬.০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৪০,৯০৬.৪৬ কোটি টাকা। সিএসইতে ৬৪৩ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০৩ টির, এর মধ্যে দাম বেড়েছে ৭৫ টির, কমেছে ৯৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩ টির।

পূর্ববর্তী নিবন্ধসংস্কৃতি বিকাশে প্রাণ সঞ্চার করে শুদ্ধ সংগীত চর্চা
পরবর্তী নিবন্ধসন্তানদের সমুদ্রে ডুবিয়ে মারার সময় বাবা গ্রেপ্তার