চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ১০.৯৩ কোটি টাকা। ২,৫২০ টি লেনদেনের মাধ্যমে মোট ২৭.৯৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪০.৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮,৬২৪.৩৮ পয়েন্টে। সিএসই–৫০ মূল্যসূচক ১.৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩০৭.৫৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ০.৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৬৯.৩৩ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ১২.৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২,২৭৭.৬৪ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাড়িয়েছে ৭৬৬,২৬৩.৩৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪২৫,৬৭৫.৫৮ কোটি টাকায়। সিএসইতে ৬৩১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৫৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ২৫ টির, কমেছে ৭৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৫৫ টির ।