সিএসইতে লেনদেন ১০.৯১ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ১০.৯১ কোটি টাকা। ৩,০৯৯ টি লেনদেনের মাধ্যমে মোট ২৫.৯৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪১.৬৬ পয়েন্ট কমেছে, যা হলো ১৬,০৭৭.০৬ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৫.৮১ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৮৪.০৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১.৮৯ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৩২.০১ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ৩.৯৮ পয়েন্ট কমেছে, যা হলো ২,৫১৬.৬০ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭২৫,২০১.২৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৪৫,৭৪৫.৭১ কোটি টাকা। সিএসইতে ৬৪১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২২৫ টির, এর মধ্যে দাম বেড়েছে ৯৭ টির, দাম কমেছে ১০৩ টির আর অপরিবর্তিত রয়েছে ২৫ টির।

পূর্ববর্তী নিবন্ধসহকর্মীদের ক্ষোভের মুখে শিল্পকলা ছাড়লেন জ্যোতি
পরবর্তী নিবন্ধলেবাননে পেজার বিস্ফোরণে নিহত ৮, আহত ২৭৫০