চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয় ১০.৯০ কোটি টাকা। ১,৮৩৯ টি লেনদেনের মাধ্যমে মোট ২৭.০১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৯৯.১৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,১৭৯.১৪ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৭.৮৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৫০.৫৯ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৪.৫৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৫৯.৭৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৯১৩.১৯ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭২২,৪৭৫.১৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৫,৩১৪.১০ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ১০৫ টির, দাম কমেছে ৬৮টি আর অপরিবর্তিত রয়েছে ২১টির।