সিএসইতে লেনদেন ১০.৮৫ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকার বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১০.৮৫ কোটি টাকা। ২,৮৬২ টি লেনদেনের মাধ্যমে মোট ২৬.৪৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৬.০৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৫১৩.৬৬ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ২.৪২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১০৬.৯১ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ০.৩৪ পয়েন্ট কমেছে, যা হলো ৯৪১.৩৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,১০৩.৭৭ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭০৫,৬৯০.০৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৩,৯৭৮.৬৭ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১২ টির, এর মধ্যে দাম বেড়েছে ১০৯ টির, দাম কমেছে ৭৮ টির আর অপরিবর্তিত রয়েছে ২৫ টির।

পূর্ববর্তী নিবন্ধডিরেক্টরস গিল্ডের সভাপতি হয়ে সেলিম বললেন, সামনে অনেক চ্যালেঞ্জ
পরবর্তী নিবন্ধজার্মানিতে ভোট শুরু, অধীর আগ্রহে তাকিয়ে ইউরোপ, যুক্তরাষ্ট্র