সিএসইতে লেনদেন ১০.৮০ কোটি টাকা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৮ নভেম্বর, ২০২৩ at ১০:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল লেনদেন হয়েছে ১০.৮০ কোটি টাকা। ৩,১৮৩ টি লেনদেনের মাধ্যমে মোট ৫০.০৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪.৫৮ পয়েন্ট কমেছে, যা হলো ১৮,৫৯৯.৮৭ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ০.৪৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৩০৯.৪১ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ২০.০২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৭৩.১৫ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ২০.২২ পয়েন্ট কমেছে, যা হলো ২,৫৫৭.৪৪ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৭৪,৭১২.৪৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩২,৯৯৯.৪৩ কোটি টাকা। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৬১ টির, এর মধ্যে দাম বেড়েছে ৪৬ টির, কমেছে ৪৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৬৮ টির।

পূর্ববর্তী নিবন্ধএলো তাদের নতুন ওয়েব ফিল্মের পোস্টার
পরবর্তী নিবন্ধসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ মহড়া মিয়ানমারের