সিএসইতে লেনদেন ১০.৬৮ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১১ এপ্রিল, ২০২৩ at ১০:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ১০.৬৮ কোটি টাকা। ২,৩৬৫ টি লেনদেনের মাধ্যমে মোট ১৯.১৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১১.১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮,২৯৮.১৩ পয়েন্টে। সিএসই৫০ মূল্যসূচক ০.০০২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩১৩.৫১ তে।

এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১.৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৪৯.০২ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল যা হলো ১,৭৪৮.৭০ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪৫,৭৭৫.৯৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১০,১২৪.৩৭ কোটি টাকায়। সিএসইতে ৬২৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১১৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ২২ টির, কমেছে ৩৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৫৭ টির ।

পূর্ববর্তী নিবন্ধশেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার মেডেল ও সনদ বিতরণ সম্পন্ন
পরবর্তী নিবন্ধপাকিস্তানে গোলাগুলিতে নিরাপত্তা বাহিনীর ৩ সদস্য ও ৩ জঙ্গি নিহত