সিএসইতে লেনদেন ১০.৫৩ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ২১ জুলাই, ২০২৫ at ১২:০১ অপরাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ১০.৫৩ কোটি টাকা। ২,১৯০ টি লেনদেনের মাধ্যমে মোট ৩৫.৩৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৪৬.৯০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৪৭৬.৪৭ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১২.৫৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১০৯.৯৯ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১০.২৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯২০.৬৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২০৩৬.০৬ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭০৮,৮০১.০৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৫,২৯৯.৬১ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২২৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ১২৩ টির, দাম কমেছে ৭৮ টির আর অপরিবর্তিত রয়েছে ২৩ টির।

পূর্ববর্তী নিবন্ধ৬ বছর পর ঈশিতার নতুন গান
পরবর্তী নিবন্ধরাশিয়ার সঙ্গে ফের আলোচনায় বসতে চায় ইউক্রেন