সিএসইতে লেনদেন ১০.৫৩ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২০ জুলাই, ২০২৩ at ১০:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার ১০.৫৩ কোটি টাকা লেনদেন হয়েছে। মোট ৫,০৬৬টি লেনদেনের মাধ্যমে মোট ৪৪.৮২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১১.৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮,৭৮০.২৪ পয়েন্টে। সিএসই৫০ মূল্যসূচক ০.২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩১৮.২০তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ০.৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,১৮৪.৩৫ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ৭.৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২,৩৬৪.৭৩ পয়েন্ট। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫৪,৬৩৩.৩৩ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১১,৩২৩.৫৮ কোটি টাকা। সিএসইতে ৬২৮ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১৮টির। এর মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ৫৪টির আর অপরিবর্তিত রয়েছে ৮২টির।

পূর্ববর্তী নিবন্ধভারতের উত্তরাখণ্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশসহ ১৫ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধপুতিনকে গ্রেপ্তারের চেষ্টা হবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা