চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রবিবার লেনদেন হয়েছে ১০.৪২ কোটি টাকা। ২,৮৫৮ টি লেনদেনের মাধ্যমে মোট ১২.৪৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৪.৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮,২৯৩.৬৮ পয়েন্টে। সিএসই–৫০ মূল্যসূচক ২.১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩১৯.১৯ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৪.৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৫৬.৪২ পয়েন্টে।
সিএসইএসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ০.৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৯৭৫.৫৬ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪৭,৩১৬.৯১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাড়ায় ৪১২,৫১৬.৮৭ কোটি টাকায়। সিএসইতে ৬৩১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৪০ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৩ টির, কমেছে ৪৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৮৩ টির।