সিএসইতে লেনদেন ১০.১৪ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৮ এপ্রিল, ২০২৫ at ৭:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ১০.১৪ কোটি টাকা। ২,০১৪ টি লেনদেনের মাধ্যমে মোট ২৭.৫২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ০.৭৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৫৬১.৫৬ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ২.৬৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১১৯.২৬ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১.৮৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৪৬.৭৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,০৮০.০৯ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭০৩,০৬৪.১১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৬,৪৭৮.৬৭ কোটি টাকা। সিএসইতে ৬৪১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১০ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৭ টির, দাম কমেছে ৯৭ টির আর অপরিবর্তিত রয়েছে ২৬ টির।

পূর্ববর্তী নিবন্ধগাজায় গণহত্যার প্রতিবাদে শাকিব-সিয়ামরা, ফিলিস্তিনিদের পাশে থাকার প্রত্যয়
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে হামে দ্বিতীয় শিশুর মৃত্যু, আক্রান্ত ৬শ’ ছাড়িয়েছে