সিএসইতে লেনদেন ১০৭.৮২ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ১০ জুন, ২০২৪ at ৯:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ১০৭.৮২ কোটি টাকা। ৩,৮১৩ টি লেনদেনের মাধ্যমে মোট ৭৭.৮৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১০৬.৩৬ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৮৪০.৪৮ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৭.১২ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৬২.৩৮ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৬.১৮ পয়েন্ট কমেছে, যা হলো ৯৬৮.৬৮ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ৩৩.১০ পয়েন্ট বেড়েছে যা হলো ৩,১৯৬.৭৩ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৭৪,৭৭৪.৯৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৪১,২৯১.১৩ কোটি টাকা। সিএসইতে ৬৪৪ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ৩৪ টির, কমেছে ১৫১ টির আর অপরিবর্তিত রয়েছে ৩২ টির।

পূর্ববর্তী নিবন্ধ‘বদরুল তুমি ভালো হয়ে যাও’
পরবর্তী নিবন্ধনিখোঁজের তিনদিন পর সাপের পেট থেকে নারীর মরদেহ উদ্ধার