সিএসইতে লেনদেন৫.৮১ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ at ১১:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৫.৮১ কোটি টাকা। মোট ৯২৭টি লেনদেনের মাধ্যমে মোট ১৫.০৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৭৬.২৪ পয়েন্ট কমেছে, যা হলো ১৩,৬৯৪.২০ পয়েন্ট। সিএসই৫০ মূল্যসূচক ৩.০৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৫১.৮৬ পয়েন্ট। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ০.৭২ পয়েন্ট কমেছে, যা হলো ৮৬৪.৫৯ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৬২৭.১৫ পয়েন্ট। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৮৬,৬৫০.৬৬ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭১,২১৬.১৬ কোটি টাকা। সিএসইতে ৬৩২ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৬০টির। এর মধ্যে দাম বেড়েছে ৪১টির, দাম কমেছে ১০৩টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টির।

পূর্ববর্তী নিবন্ধক্বণনের ‘মুক্তিযুদ্ধের কবিতা বিজয়ের আবৃত্তি’
পরবর্তী নিবন্ধট্রাম্পের গাজা পরিকল্পনা ঘিরে আলোচনায় পাকিস্তানের সামরিক প্রধান