চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-র উদ্যোগে বাংলদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মাল্টিপারপাস হলে গতকাল চতুর্থ বারের মত দুদিন ব্যাপী কমোডিটি ডেরিভেটিভস বিষয়ক সার্টিফিকেট প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এতে সিএসই এবং ডিএসইর ট্রেক ও পুঁজিবাজারের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান উদ্বোধন করেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, এবং জেনারেল ম্যানেজার, হেড অব রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন মোহাম্মদ মর্তুজা আলম সার্টিফিকেট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত করেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন বিএসইসির এক্সিকিউভ ডিরেক্টর মো. আনোয়ার হোসেন, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির পরিচালক ড. নুরুজ্জামান, বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটের (বিএএসএম) ডিরেক্টর জেনারেল ড. তৌফিক আহমেদ চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ মাহাদি হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। মূল প্রশিক্ষণে কমোডিটি এক্সচেঞ্জ বিষয়ক রেগুলেটরি, বিজনেস এবং টেকনোলজি বিষয়ক উপস্থাপনা প্রদান করেন জেনারেল ম্যানেজার, হেড অব রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন, জনাব মোহাম্মদ মর্তুজা আলম, কমোডটি এক্সচেঞ্জ প্রোজেক্ট সদস্য জনাব মো. ফয়সাল হুদা এবং মোহাম্মাদ হাবিবুল্লাহ। এমসিএক্স (মালটি কমোডিটি এক্সচেঞ্জ) ইন্ডিয়া–এর ভাইস প্রেসিডেন্ট এন্ড অব রিসার্চ, দেবজ্যোতি দে অনলাইন প্লাটফর্মের মাধ্যমে প্রশিক্ষণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উদ্বোধনী বক্তব্যে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার বলেন, কমোডিটি মার্কেট স্থাপনের জন্য এর ইকোসিস্টেমের সকল অংশগ্রহণকারীর প্রস্তুতিটা এতই জরুরি যে, মার্কেটকে লিকুইডেট করার জন্য এবং স্বল্প সময়ে ক্রমবর্ধিত ট্রেডিং ধারা কার্যকর করাটা অনেকখানি এর উপর নির্ভর করে।
উল্লেখ্য, আন্তর্জাতিক মানসম্পন্ন সকল সিস্টেমকে অনুসরণ করে তার আদলে সিএসইতে আসন্ন কমোডিটি মার্কেটের স্ট্রাকচার প্রস্তুতির কাজ চলছে। খুব দ্রুত মক ট্রেডিং শুরু হবে এবং এ বছরের শেষের দিকে কমোডিটি এক্সচেঞ্জ চালুর সম্ভাবনা রয়েছে। ট্রেনিং আমরা প্রায় ২০০ জনকে সার্টিফিকেট প্রোগ্রামের আওতায় আনতে পেরেছি। আমাদের লক্ষ্য এই সংখ্যাটি দ্রুত এমন সংখ্যায় উন্নীত করা যেন এক্সচেঞ্জ স্থাপনের সাথে সাথেই কোনো কালক্ষেপণ ছাড়াই অংশগ্রহণকারীরা মার্কেটে নির্ভুলভাবে অংশগ্রহণ করতে পারেন। এরই ধারাবাহিকতায় আমরা সামনে শুরু করবো ট্রেনিং ফর ট্রেইনার প্রশিক্ষণ।
জেনারেল ম্যানেজার, হেড অব রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন মোহাম্মদ মর্তুজা আলম বলেন, ইকোনমি এবং ফিনান্সিয়াল মার্কেটের প্রেক্ষাপটে কমোডিটি এক্সচেঞ্জ খুব গুরুত্বপূর্ণ। প্রেস বিজ্ঞপ্তি।