বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনায় ও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) সমপ্রতি তিনদিন ব্যাপী ঙঃযবৎ ঋরহধহপরধষ ঈড়ৎঢ়ড়ৎধঃরড়হং (ঙঋঈ) জবঢ়ড়ৎঃরহম–এর উপর ঐধহফং–ড়হ প্রশিক্ষণের আয়োজন করেছে। গত ৯ জুলাই থেকে গতকাল ১১ জুলাই পর্যন্ত প্রতিদিন দুই সেশনে অনুষ্ঠিত এই ট্রেনিং সমূহে সিএসইর ট্রেক হোল্ডারদের প্রায় ১৮০ জন কর্মকর্তা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সিএসইর চট্টগ্রামস্থ কার্যালয়ে অনুষ্ঠিত ট্রেনিং প্রোগ্রামগুলোর প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের পরিচালক মো. শফিকুল ইসলাম ও সহযোগী পরিচালক আমিন বিন হাসিব। সিএসইর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক, চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) মোহাম্মদ মাহাদি হাসান, সিএফএ, লিস্টিং বিভাগের প্রধান একেএম শাহরোজ আলম, ইন্সপেকশন ও এনফোর্স বিভাগের প্রধান আরিফ আহমেদ, সিএফডি বিভাগের প্রধান মোহাম্মাদ নাজমুল হোসেন এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএসইর ট্রেনিং ও এওয়ারনেস বিভাগের প্রধান এম সাদেক আহমেদ। স্বাগত বক্তব্যে বক্তারা বলেন, পুঁজিবাজারের উন্নতির জন্য জড়িত সকল স্টেকহোল্ডারদের একসাথে সঠিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার ক্ষেত্রে এই ধরনের ট্রেনিং খুব প্রয়োজন। বিশেষ করে ব্যবহারকারী এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠাগুলোর মধ্যকার সম্পর্ককে আরও কার্যকরী ও ফলপ্রসূ করতে আজকের প্রশিক্ষন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশা ব্যক্ত করেন। প্রশিক্ষণটির অন্যতম রিসোর্স পার্সন বাংলাদেশ ব্যাংকের মো. শফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, যদিও দীর্ঘদিন আগে এই রিপোর্টিংয়ের কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু কিছু ক্ষেত্রে ভিন্ন দৃষ্টিভঙ্গির ও বোধগম্যতার কারণে এখনও এর উদ্দেশ্য পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে না। তাই বাংলাদেশ ব্যাংক, বিএসইসি এবং তার স্টেক সিএসইর সমন্বিত উদ্যোগে এই আয়োজন আশা করি সকল অংশগ্রহণকারীর জন্য যথাযথ রিপোর্ট তৈরী ও প্রদানে সহজ করবে ও সেসব ঘাটতি পূরণে সহায়ক হবে। প্রেস বিজ্ঞপ্তি।