সিএসইতে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠান

| বুধবার , ১৩ মার্চ, ২০২৪ at ১০:০৯ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) তার চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়ে গত ১১ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রিং দ্য বেল ফর জেন্ডার ইক্যুলিটি বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করে। আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের লক্ষ্যে সারা বিশ্বজুড়ে স্টক এক্সচেঞ্জগুলি জাতিসংঘের সাসটেইনেবল স্টক এক্সচেঞ্জেস ইনিশিয়েটিভ, ওয়ার্ল্ড ফেডারেশন অফ এক্সচেঞ্জেস, ইউএন উইম্যান, ইউএন গ্লোবাল কম্পেক্ট এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন এই প্রতিষ্ঠানগুলির সাথে ‘রিং দা বেল’ কার্যক্রম উদযাপন করে আসছে। ব্যবসা ও টেকসই উন্নয়নের জন্য জেন্ডার সমতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই এই প্রোগ্রামের মূল লক্ষ্য।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ। এছাড়াও উপস্থিত ছিলেন সোনিয়া হোসেন, হেড অব এইচআর অ্যান্ড লিগাল অ্যাফেয়ার্স এবং সিএসইর অন্যান্য কর্মকর্তাবৃন্দ। স্বাগত বক্তব্য দেন, সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ বলেন, পুঁজিবাজারে নারীর অংশগ্রহণ তেমন উল্লেখযোগ্য না হলেও আমরা আশা করছি অদূর ভবিষ্যতে আরও বাড়বে। সামপ্রতিককালে বেশ পরিবর্তনও লক্ষ্য করা যাচ্ছে। আমরা স্টক এক্সচেঞ্জের মধ্যে নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে চাই।

এছাড়া সিএসইর অন্যান্য কর্মকর্তাবৃন্দও তাদের মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন। শেষে নারী কর্মকর্তাদেরকে ফুল ও শুভেচ্ছা স্মারক দিয়ে সম্মানিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকেন্দ্রীয় তপোবন আশ্রমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় টপসয়েল কাটায় ২ লাখ টাকা জরিমানা