সিএসইতে অটোমেশন অফ ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড বিষয়ক কর্মশালা

| রবিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৪২ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জের (পিএলসি) উদ্যোগে গতকাল বসুন্ধরা কনভেনশন সেন্টারে ‘অটোমেশন অফ ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড’ বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রতিনিধি, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রতিনিধি এবং সিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের উদ্ভোধন করেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশের চেয়ারম্যান প্রফেসর আবু আহমেদ এবং সভাপতিত্ব করেন সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান।

এতে আরও উপস্থিত ছিলেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ। ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের অটোমেশন প্রস্তাবনা বিষয়ক বিস্তারিত উপস্থাপনা করেন সিএসইর ডিজিএম এন্ড হেড অব বিজনেস প্রমোশন মোহাম্মদ মনিরুল হক ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কাজী মাহফুজ মোরশেদ।

টেকনোলজিক্যাল বিষয়ক উপস্থাপনা প্রদান করেন কোয়ান্ট ফিনটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাতেক মিনার। এই কর্মশালায় ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের অটোমেশন অর্থাৎ ওয়েব ভিত্তিক লেনদেন প্লাটফর্মের বিস্তারিত তুলে ধরা হয়। এই লেনদেন আল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের মাধ্যমে পুঁজিবাজারে লেনদেন উপযোগী হবে।

ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশের চেয়ারম্যান প্রফেসর আবু আহমেদ বলেন, সিএসই শুরু থেকেই নতুন নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করে আসছে। অতীতে সিএসইই প্রথম অটোমেটেড হয়েছিল এবং এখন কাজ করছে কমোডিটি এক্সচেঞ্জ স্থাপনের জন্য। তাই আজকের (গতকাল) কর্মশালার প্রোডাক্ট নিয়ে আমারা আশাবাদী। আমারা আশা করছি যারা সুদবিহীন বিনিয়োগে আগ্রহী তারা এই প্রোডাক্টটি তাদের জন্য গ্রহণযোগ্য হবে।

বিএসইসির অ্যাডিশনাল ডিরেক্টর শেখ লুতফুল কবির বলেন, পেপার শেয়ার থেকে অর্ডার কালেকশন সিস্টেমের (ওসিএস) মাধ্যমে লেনদেন হলে এএমসি লাভবান হবেন। এক্ষেত্রে এএমসিদেরকেই এগিয়ে আশা উচিত। তবে দেরিতে হলেও এই সিস্টেম উন্মুক্ত হলে এবং আমরা সবাই মিলে সমন্বিত উদ্যোগে কাজ করলে আমাদের পুঁজিবাজার উপকৃত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুহিব্বীনে আহলে বায়েত ফাউন্ডেশনের সভা
পরবর্তী নিবন্ধজাফরুল ইসলাম চৌধুরীর কবর জিয়ারতে দক্ষিণ জেলা আহবায়ক কমিটির নেতৃবৃন্দ