নগরীর অসহায় দরিদ্র জনসাধারণের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগ। গতকাল দুপুরে দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম। এর আওতায় সিএমপির দক্ষিণ বিভাগের ২৪ টি বিট এলাকায় বসবাসরত প্রতিটি বিট এলাকার ২৫ টি পরিবারের মাঝে ্ঈদ উপহার সামগ্রী হিসেবে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। প্রতিটি পরিবারের মাঝে চাল, ডাল, ভোজ্য তেল, চিনি, পেয়াজ, সেমাই, সাবানসহ নিত্য প্রয়োজনীয় ১৫ কেজি খাদ্য সামগ্রী বাসায় গিয়ে বিতরণ করা হবে। এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বিজয় বসাকসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। খবর প্রেস বিজ্ঞপ্তির।












