নগরীতে গত জুলাই মাসে বিভিন্ন অপরাধে অভিযান চালিয়ে সড়ক পরিবহন আইন–২০১৮ অনুসারে ৯৯৭টি বিভিন্ন গাড়ির বিরুদ্ধে মামলা ও এক হাজারটি গাড়ি ডাম্পিং করেছে সিএমপির ট্রাফিক–উত্তর বিভাগ। গতকাল শনিবার নগরীর খুলশীস্থ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক–উত্তর বিভাগের সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক–উত্তর) জয়নুল আবেদীন। সভায় নিজস্ব কল্যাণ তহবিল থেকে বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যদের নিজ ও পরিবারের চিকিৎসা বাবদ আর্থিক অনুদান প্রদান করা হয়। এর আগে ট্রাফিক উত্তর বিভাগের মাঠ পর্যায়ের সার্বিক কর্মদক্ষতা মূল্যায়ন ও যানজট নিরসনে সুষ্ঠ ট্রাফিক ব্যবস্থাপনা প্রয়োগসহ সঠিকভাবে ডিউটি পালন করায় উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ দুজন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ও ৬ জন সার্জেন্টকে ক্রেস্টসহ শুভেচ্ছা উপহার তুলে দেন উপ–পুলিশ কমিশনার। ক্রেষ্ট গ্রহণ করেন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. আলমগীর হোসেন (বায়েজিদ) ও টিআই (পাঁচলাইশ) মো. তরিকুল ইসলাম। সভায় ট্রাফিক–উত্তর বিভাগের সহকারি পুলিশ কমিশনার আসিফ মাহমুদ গালিব, টিআই (প্রশাসন) মো. কামাল হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।