চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের পরিদর্শক পদে চারটি রদবদল হয়েছে। সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর গতকাল বুধবার এ আদেশ দেন।
প্রবর্তক মোড়ে কর্মরত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ইকবাল হোসেনকে টিআই চান্দগাঁও হিসেবে বদলি করা হয়েছে। টিআই চান্দগাঁও আশীষ কুমার পালকে টিআই এয়ারপোর্ট, বায়েজিদ বোস্তামীর টিআই মঞ্জুর হোসেনকে টিআই প্রবর্তক এবং শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. আমীর ফারুককে টিআই বায়েজিদ বোস্তামী হিসেবে বদলী করা হয়েছে।