চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগদান করলেন উপ-পুলিশ মহাপরিদর্শক হাসিব আজিজ। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৩৩তম কমিশনার হিসেবে দায়িত্বগ্রহণ করলেন তিনি। এ সময় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ নবনিযুক্ত সিএমপি কমিশনারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
পরবর্তীতে নবনিযুক্ত সিএমপি কমিশনার দামপাড়াস্থ সিএমপি সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে এক পরিচিতি ও মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি কর্মকর্তাগণকে ন্যায়-নিষ্ঠা ও সততার সাথে জনবান্ধন পুলিশিং করার নির্দেশনা প্রদান করেন।
এ সময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহাতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মাসুদ আহাম্মদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপারেশন্স) মোঃ আব্দুল ওয়ারীশ, উপ-পুলিশ কমিশনার (সদর) এসএম মোস্তাইন হোসেনসহ (অতিরিক্ত ডিআইজি) ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।