সিএমপি কমিশনার কাপ কারাতে প্রতিযোগিতায় মার্শাল একাডেমি চ্যাম্পিয়ন

| রবিবার , ২ নভেম্বর, ২০২৫ at ৮:৪৩ পূর্বাহ্ণ

তারুণ্যের উৎসব সিএমপি কমিশনার কাপ ২য় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মার্শাল একাডেমি। প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছেন সিএমপি স্কুল এন্ড কলেজ। চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের আয়োজনে ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় দিনব্যাপী প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শনিবার বিকালে দামপাড়াস্থ সিএমপি স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের এ্যাডহক কমিটির সভাপতি শাহজাদা আলম। চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের সভাপতি নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আবু মোশারফ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাউসার আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সিএমপি উপ পুলিশ কমিশনার সদর (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, এসোসিয়েশনের সহসভাপতি মো, শাহজাহান, এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক এস এম আবু সালেহ, যুগ্ম সম্পাদক (স্পোর্টস) লতা পারভীন, অর্থ সম্পাদক মোহাম্মদ শোয়েব, মিডিয়া সম্পাদক মোহাম্মদ ফারুক, সদস্য আব্দুল মান্নান সহ এসোসিয়েশনের কর্মকতা, অংশগ্রহনকারী স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এবারের দিনব্যাপী এই প্রতিযোগিতায় নগরীর ১১টি স্কুলের তিন শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহন করেন। এর আগে সকালে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করনে প্রধান অতিথি সিএমপি উপ পুলিশ কমিশনার সদর (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ।

পূর্ববর্তী নিবন্ধআয়ারল্যান্ডের বিপক্ষে টাইগারদের টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু ৮ নভেম্বর
পরবর্তী নিবন্ধফাইনালে আজ মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা