চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়ের সাথে গতকাল তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই চট্টগ্রামের নেতৃবৃন্দ। এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই চট্টগ্রামের উপদেষ্টা ড. মোহাম্মদ সহিদ উল্যাহ, অধ্যাপক আহম্মদ ছোবহান, শিউলী ভৌমিক, সংগঠনের সভাপতি মোহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ, সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন রশীদ, সদস্য বিশ্বজ্যোতি সেন, মোহাম্মদ হাকিম উল্লাহ, জাকের হোসাইন, নাহিদা সুলতানা, মোহাম্মদ তাছনিম, মো. রেজওয়ানুর রহমান, মো. নাজমুল হোসাইন, সৈয়্যেদ মো. নাসিম উদ্দিন, মো. আনোয়ার হোসাইন, মুহাম্মদ ওয়াহিদুর রহমান।
সাক্ষাতে সংগঠনের নেতৃবৃন্দ সিএমপি কমিশনারকে সংগঠনের সুভ্যেনির ও ক্রেস্ট প্রদান করেন।
সংগঠনের নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই চট্টগ্রামের যাত্রা অটুট রাখার নিমিত্তে সংগঠনের একটি স্থায়ী কার্যালয় বিনির্মাণে সিএমপি কমিশনারে সহায়তা কামনা করেন। এসময় সিএমপি কমিশনার সংগঠনের নেতৃবৃন্দকে এ বিষয় সহযোগিতার আশ্বাস দেন। প্রেস বিজ্ঞপ্তি।