সিএমপি কমিশনার সালেহ মো. তানভিরকে দুইটি হাই ফ্লো অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেছেন উদ্যোক্তা এ টি এম ওসমান গণি সোহাগ। গত ২১ এপ্রিল সিএমপি কমিশনার কার্যালয়ে ব্যবসায়ী এ টি এম ওসমান গণি হাই ফ্লো অক্সিজেন কনসেনট্রেটর দুটি হস্তান্তর করেন। এ সময় অন্যদের মধ্যে উপ-পুলিশ কমিশনার মো. আবু জাফর, সাংবাদিক নিরুপম দাশগুপ্ত, মুর্তজা মেহেদী প্রমুখ উপস্থিত ছিলেন। সিএমপি কমিশনার করোনা মহামারীতে অক্সিজেন কনসেনট্রেটরের মত অতি প্রয়োজনীয় জীবনদান সামগ্রী প্রদান করায় ওসমান গণি সোহাগের ভূয়সী প্রশংসা করেন। তিনি করোনা মহামারীতে দরিদ্র মানুষের পাশে সমাজের বিত্তবান মানুষ এগিয়ে আসার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।